ইতিহাসঃ
ন্যামতপুর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় । কিশোরগঞ্জ চামটা সড়কের পাশে ন্যামতপুর বাজারের উত্তর পাশে পুরাতন নরসুন্ধা নদীর তীরে একটি মনোরম পরিবেশে এটি অবস্থিত। ১৯৫২সালের ১ জানুয়ারী ন্যামতপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জনাব মোঃ আঃ হামিদ মাষ্টার ও মোঃ আঃ মান্নান সাহেবের ঐকান্তিক পরিশ্রম ও ৯ জন জমিদাতার মোট ৪.৯০ একর জমির উপর স্থাপিত হয় ন্যামতপুর উচ্চ বিদ্যালয় । ন্যামতপুর উচ্চ বিদ্যালয়েন প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু চিত্ত রঞ্জন পাল ও পরিচালনা কমিটির সভাপতি ছিলেন জনাব আব্দুল লতিফ ফকির । ১৯৫৫ সালের ১ জানুয়ারী বিদ্যালয়টি শিক্ষাবোর্ড হতে উপযোজন লাভ করে। ২২ নভেম্বর ১৯৮৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তকরা হয়।