DSC_0127

ইতিহাসঃ

ন্যামতপুর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় । কিশোরগঞ্জ চামটা  সড়কের পাশে ন্যামতপুর বাজারের উত্তর পাশে পুরাতন নরসুন্ধা নদীর তীরে একটি মনোরম পরিবেশে   এটি অবস্থিত। ১৯৫২সালের ১ জানুয়ারী   ন্যামতপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জনাব মোঃ আঃ হামিদ মাষ্টার ও মোঃ আঃ মান্নান সাহেবের ঐকান্তিক পরিশ্রম ও  ৯ জন  জমিদাতার মোট ৪.৯০ একর জমির উপর স্থাপিত হয় ন্যামতপুর উচ্চ বিদ্যালয় ।  ন্যামতপুর উচ্চ বিদ্যালয়েন প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু চিত্ত রঞ্জন পাল ও পরিচালনা কমিটির সভাপতি ছিলেন জনাব আব্দুল লতিফ ফকির । ১৯৫৫ সালের ১ জানুয়ারী বিদ্যালয়টি শিক্ষাবোর্ড হতে উপযোজন লাভ করে। ২২ নভেম্বর ১৯৮৪  সালে এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তকরা হয়।

প্রধান শিক্ষকের বাণী
সভাপতির বাণী

নোটিশ বোর্ড

স্কুল গ্যালারি

জাতীয় সংগীত
Scroll to Top